A দিয়ে মেয়েদের আধুনিক নাম

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আপনারা নাম নিয়ে বিভিন্ন প্রকার আর্টিকেল এবং ওয়েবসাইট পেয়ে যাবেন। হতে পারে আপনাদের এই নামগুলো পছন্দ হয়ে থাকে না অথবা পছন্দের নাম খুঁজে পান না। পরিবারে কোন নতুন অতিথি আসলে তাকে অবশ্যই নাম রাখতে হবে। এবং এই নাম তার বাবা মায়ের নামকরণ দিয়েই করা হয়। এটা আসলে যুগে যুগে চলে আসছে। কাউকে ডাকতে গেলেই জানো সঠিকভাবে ডাকা যায় তার জন্যই একজনের নাম রাখা হয়। আপনারা কি A দিয়ে মেয়েদের আধুনিক নাম খুঁজছেন? বিভিন্ন আর্টিকেলে ঘোরাঘুরি কড়ায় হারানি হয়ে যাচ্ছেন? তবুও সঠিক নামটি খুঁজে পাচ্ছেন না? নাম নিয়ে খুঁজতে খুঁজতে কি আপনি অনেক চিন্তিত? তবে চিন্তার কোন কারণ নেই। কারণ আমাদের কাছে আছে আপনাদের সকল প্রশ্নের উত্তর। আমরা আপনাদের জন্য আজকে A নিয়ে মেয়েদের বেশ কিছু আধুনিক নাম নিয়ে বিস্তারিত জানাবো। আশা করছি মেয়েদের এই নাম গুলো আপনাদের খুব ভালো লাগবে। আপনি যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ ভালোভাবে পড়ে থাকেন তাহলেই আপনি সকল নামের অর্থ সহ বুঝতে পারবেন। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। 

বর্তমান মেয়েদের আধুনিক নাম

এই নামগুলোর মধ্যেই যেকোনো একটি নাম আপনাদের পরিবারের নতুন অতিথির হবে বলে আশা করছি। পুরো পোস্টটি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আশা করছি আপনারা আপনাদের সঠিক নামটি বেছে নিতে পারবেন। আমরা এই আর্টিকেলে নামসহ নামের অর্থ প্রদান করে থাকবো। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের নাম খুঁজতে অনেক সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম হলো পরিচয় ও নিদর্শন। নামের আরবি হলো ‘ইসম’। ইসম অর্থ চিহ্ন, আলামত, পরিচিতি, লক্ষণ, উন্নয়ন, বর্ধন, সম্মান, সুনাম, যশ, খ্যাতি ইত্যাদি। মানুষ দুনিয়ায় আসার পর প্রথম যা লাভ করে তা হলো তার নাম-পরিচয়। মৃত্যুর পরেও মানুষের নাম বেঁচে থাকে। তাই শিশুর সুন্দর নাম তার জন্মগত অধিকার।

A দিয়ে মেয়েদের আধুনিক নাম

A দিয়ে আমরা বেশ কিছু নাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করছি এই নামগুলোর মধ্যে একটি আপনাদের পছন্দ হবে। A দিয়ে ছেলেদের আধুনিক নাম। A দিয়ে ছেলেদের আধুনিক কিছু নাম নিচে উল্লেখ করা হলো। আশা করছি এই নাম গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

নাম নামের অর্থ ইংরেজি
দিলওয়ারা সাহসিকতা Dilwara
মালিহা রূপসী Maliha
জাদিদাহ নতুন Jadida
রাদিআহ সন্তুষ্টি Radiah
মাসুমা নিষ্পাপ Masuma
আকলিমা দেশ Aklima
ফাখেরা মর্যাদাবান Fakhera
রাবাব শুভ্র মেঘ Rabab
নাজিয়া মুক্ত Najea
মুশতারী বৃহস্পতি গ্রহ Mustari
নায়েলা অর্জনকারিনী Nayela
জমিমা ভাগ্য Jamima
আকিলা বুদ্ধিমসিত Akila
আয়িশা জীবন যাপন কারিণী Ayasha
তাসনিয়া প্রশংসা Tasnia
পারভীন দিপ্তিময়তারা Parvin
সুফিয়া আধ্যাত্নিক সাধনাকারী Sufia
সীমা কপাল Sima
সামীহা দানশীল Samiha
লুবাবা খাঁটি Lubaba
জাবিরা রাজি হওয়া Jabira
নাজিবা সম্মানিতা Nazba
মাহফুজা নিরাপদ Mahfuza
যাহরা রূপবতী ফুল Jahora
রোশনী আলো Rosni
সুমাইয়্যা আলামত Sumaia
রাবিয়াহ বাগান Rabiah
সায়িমা রোজাদার Samima
মুমতাজ মনোনীত Mumtaj
হুমায়রা রূপসী Humayra
উম্মে মাবাদ মাবাদের মা Umme Mabad
সুআদ সৌভাগ্যবতী Suad
আসমা অতুলনীয় Asma
রুমালী কবুতর Rumali
রুম্মন ডালিম Rummon

নাম নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অর্থের উপর গুরুত্ব প্রদান করতে হবে। নাম নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয় সম্পর্কে জানার পরবর্তী সময়ে নাম নির্বাচন করুন। একজন শিশু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রদান করতে হবে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কাজ এর কারণ একজন ব্যক্তির নামে পরিচয় বহন করে থাকে। তাই নাম রাখার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করা জরুরী। আমরা আমাদের এই আলোচনাটির মাধ্যমে বেশ কিছু নামের বিষয় সম্পর্কে আপনাদের জানাবো যেখানে অর্থ সহ অন্যান্য তথ্য গুলো তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *