W দিয়ে ছেলেদের আধুনিক নাম

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনলাইনে ইউনিক নাম সার্চ করে থাকেন কিন্তু খুঁজে পান না। অন্যান্য আর্টিকেলে নাম খুঁজে পেলেও আপনাদের পছন্দ হয় না। একজনের নাম তখনই রাখা হয় যখন পরিবারের নতুন কোন অতিথি এসে থাকে। এজন্য অনেককে আবার নাম রাখার দায়িত্ব দেওয়া হয়। আপনারা যদি W দিয়ে নাম খুঁজতে এই ওয়েবসাইটে ক্লিক করেন। তাহলে আপনি সঠিক আর্টিকেলটি বেছে নিয়েছেন। কারণ আমরা আজকে W দিয়ে ছেলেদের আধুনিক নাম নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা এ পর্যন্ত অনেক ঘাটাঘাটি করেও হয়তো বা সঠিক নাম বেছে নিতে পারেননি। তবে আমরা বেশ কিছু নাম নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি এই নামগুলো আপনাদের ভালো লাগবে।

ছেলেদের আধুনিক নাম

এই নামগুলোর মধ্যেই যেকোনো একটি নাম আপনাদের পরিবারের নতুন অতিথির হবে বলে আশা করছি। পুরো পোস্টটি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আশা করছি আপনারা আপনাদের সঠিক নামটি বেছে নিতে পারবেন। আমরা এই আর্টিকেলে নামসহ নামের অর্থ প্রদান করে থাকবো। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের নাম খুঁজতে অনেক সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম হলো পরিচয় ও নিদর্শন। নামের আরবি হলো ‘ইসম’। ইসম অর্থ চিহ্ন, আলামত, পরিচিতি, লক্ষণ, উন্নয়ন, বর্ধন, সম্মান, সুনাম, যশ, খ্যাতি ইত্যাদি। মানুষ দুনিয়ায় আসার পর প্রথম যা লাভ করে তা হলো তার নাম-পরিচয়। মৃত্যুর পরেও মানুষের নাম বেঁচে থাকে। তাই শিশুর সুন্দর নাম তার জন্মগত অধিকার।

নাম নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অর্থের উপর গুরুত্ব প্রদান করতে হবে। নাম নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয় সম্পর্কে জানার পরবর্তী সময়ে নাম নির্বাচন করুন। একজন শিশু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রদান করতে হবে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কাজ এর কারণ একজন ব্যক্তির নামে পরিচয় বহন করে থাকে। তাই নাম রাখার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করা জরুরী। আমরা আমাদের এই আলোচনাটির মাধ্যমে বেশ কিছু নামের বিষয় সম্পর্কে আপনাদের জানাবো যেখানে অর্থ সহ অন্যান্য তথ্য গুলো তুলে ধরা হয়েছে।

W দিয়ে ছেলেদের আধুনিক নাম

W দিয়ে আমরা বেশ কিছু নাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করছি এই নামগুলোর মধ্যে একটি আপনাদের পছন্দ হবে। W দিয়ে ছেলেদের আধুনিক নাম। W দিয়ে ছেলেদের আধুনিক কিছু নাম নিচে উল্লেখ করা হলো। আশা করছি এই নাম গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

০১. ওয়াসীম (Wasim)  নামের অর্থঃ সুদর্শন।

০২. ওয়াকার (Wakar (Waqar)  নামের অর্থঃ সম্মান, মর্যাদা।

০৩. ওয়াসেক (Waseq)  নামের অর্থঃ অটল বিশ্বাসী।

০৪. ওয়াজেদ (Wazed)  নামের অর্থঃ আল্লাহর নাম, সকল বস্তুর মালিক, অস্থির সাধক।

০৫. ওয়াহিদ (Wahed)  নামের অর্থঃ আল্লাহর নাম, এক, একক।

০৬. ওয়ারেস (Wares)  নামের অর্থঃ উত্তরাধিকারী।

০৭. ওয়াসে (Wase)  নামের অর্থঃ প্রশস্ত।

০৮. ওয়াসেল (Wasel)  নামের অর্থঃ সাক্ষাৎকারী, সান্নিধ্যে উপনীত।

০৯. ওয়াসেফ (Wasef)  নামের অর্থঃ গুণবর্ণনাকারী।

১০. ওয়ায়েয (Waez)  নামের অর্থঃ উপদেশ দানকারী।

১১. ওয়াফী (Wafi)  নামের অর্থঃ পূরণকারী।

১২. ওয়াকেফ (Waqef)  নামের অর্থঃ অবগত, ওয়াকক করেছেন যিনি।

১৩. ওয়ামেক (Wameq)  নামের অর্থঃ বন্ধুত্ব স্থাপনকারী।

১৪. ওয়াহেব (Waheb)  নামের অর্থঃ দাতা।

১৫. ওয়াকীল (Waqil)  নামের অর্থঃ প্রতিনিধি।

১৬. ওয়াজীহ (Wajih)  নামের অর্থঃ সুন্দর, সুস্পষ্ট।

১৭. ওয়াজাহাত (Wajahat)  নামের অর্থঃ সম্মান, সৌন্দর্য।

১৮. ওয়াদূদ (Wadud)  নামের অর্থঃ প্রেমময়, বন্ধু।

১৯. ওয়াদী (Wadi)  নামের অর্থঃ শান্ত ভদ্র, নম্র মেজাযী।

২০. ওয়াদীআহ (Wadiah)  নামের অর্থঃ আমানত জমাকৃত অর্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *